শুন্য হাত
- জাহিদুল ইসলাম সবুজ ১৮-০৫-২০২৪

হাত কখনো শুন্য থাকে না
তবু শুন্য মনে হয়।
মনে হয় আমার হাতই নেই।
অদৃশ্য এক তলোয়ার তার ইচ্ছেমত ঝুলছে।
হাতটা যেন ভাত খাওয়ার জন্যই
প্রতিবাদের কথা শুনে
হাত আর হাত মনে হয়না।
হাতটাকে আঙুল মনে হয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।